রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

হাসপাতাল থেকে ছাড়া পেলেন নওয়াজ শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় মেয়ে মরিয়ম নওয়াজ জামিন পাওয়ার পরেই গতকাল বুধবার হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা নওয়াজ শরিফ। যদিও তিনি এখনও সম্পূর্ণ সুস্থ নন।

লাহোরের সার্ভিসেস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতাল থেকে মঙ্গলবারই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু জামিনে মুক্ত মরিয়ম নথিপত্র সংক্রান্ত আইনি জটিলতায় মঙ্গলবার বাড়িতে ফিরতে পারেননি। ফলে ওইদিন হাসপাতালেই থেকে যান নওয়াজ শরিফ।

সূত্রের খবর, গতকাল বুধবারই ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হেফাজত থেকে মুক্তি পেয়েছেন মরিয়ম। তা জেনেই বাড়িতে ফিরতে চান শরিফ। পিএমএল-এনের মুখপাত্র জানান, শরিফ যাতে বাড়িতেই থাকতে পারেন, তার জন্য সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটের সেটআপ তৈরি করা হয়েছে।
সূত্রের খবর, শরিফের জীবনের ঝুঁকি থাকায় সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে বিশেষ মেডিক্যাল ইউনিট স্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা। ব্যক্তিগত চিকিত্‍‌সক আদনান খানের পর্যবেক্ষণে থাকবেন। বাড়ির আইসিইউতে ২৪ ঘণ্টাই কোনও না কোনও চিকিৎসক থাকবেন। প্লেটলেট কাউন্ট কম থাকায় সংক্রামিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। যে কারণে তাকে সাবধানে থাকতে হবে।

প্লেটলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়ায় দু-সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মাঝমধ্যে তার প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে। সেইসঙ্গে হার্টেরও সমস্যা ধরা পড়েছে। হার্ট ঠিকমতো পাম্প করতে পারছে না। ফলে সর্বত্র রক্ত পৌঁছাচ্ছে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ