সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ঘূর্ণিঝড় বুলবুলে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত ২৩শ গাছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে গাছ-গাছালির ব্যাপক ক্ষতি হয়েছে। গত ১০ নভেম্বর ভোর ৪ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ঘণ্টায় ৮১ কি. মি. বেগে ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনে আছড়ে পড়ে।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহমুদুল হাসান জানান, বঙ্গোপসাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় বুলবুল প্রথমে সুন্দরবনে আঘাতে করে ক্রমান্বয়ে দুর্বল হয়ে লোকালয়ে প্রবেশ করে।

প্রাথমিক তদন্তে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ১ লাখ ৮০ হাজার হেক্টর বনভূমির মধ্যে বিভিন্ন প্রজাতির ২ হাজার ৩ শত গাছ-গাছালি ঝড়ের আঘাতে ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। তবে সাতক্ষীরা রেঞ্জের দোবেকী এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বুলবুলের আঘাতে বনের মধ্যে আবাসিক ভবন ৬টি, অনাবাসিক ভবন ১৭টি, জেটি ১০টি, জলযান ৩টি, ওয়াচ টাওয়ার ও গোলঘরসহ আরও ১৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে চাঁদপাই রেঞ্জে ১০ লাখ ৪০ হাজার টাকা, শরণখোলা রেঞ্জে ২৭ লাখ ২০ হাজার এবং সদর রেঞ্জে (মোংলা) ২ লাখ টাকা।

এ প্রসঙ্গে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি ইতোপূর্বেও সুন্দরবন কাটিয়ে উঠেছে বলে আমরা দেখেছি। তবে সুন্দরবন মানবসৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। এর জন্য সরকারকে আরও আন্তরিক হতে হবে। সুন্দরবনের পাশে তাপবিদ্যুৎকেন্দ্রসহ সব ধরনের শিল্প-কারখানা নির্মাণ বন্ধ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ