সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

আলেমদের নিয়ে কটুক্তি করার সাহস কারও নেই: মিছবাহুর রহমান চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর ‘খন্ডিত’ বক্তব্যের অপব্যখ্যার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটে।জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।

সমাবেশে তিনি বলেন, কুচক্রি কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন শান্তি ও স্থিতিথীলতা নষ্ট করতে চায়। বাংলাদেশে সম্মানিত আলেমদের নিয়ে কটুক্তি করার সাহস কোন কুলাঙ্গারের নেই। কেউ আলেমদের সম্মানহানি করলে আমরাই সর্বপ্রথম তাদেরকে প্রতিহত করব।

ধর্ম প্রতিমন্ত্রির বক্তব্য বিকৃত করে সামাজিক যােগাযােগ মাধ্যমে ব্যাপক অপ-প্রচারের প্রতিবাদ করে তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মােহাম্মদ আব্দুল্লাহকে আমি দীর্ঘদিন থেকে চিনি, জাতির পিতার স্নেহভাজন এই বীর মুক্তিযােদ্ধা প্রথম জীবনে মাদরাসায় লেখাপড়া করেছেন। বর্ষীয়ান এই রাজনৈতিক সাড়া জীবন ওলামাদের সম্মান ও সুযােগ সুবিধা বৃদ্ধির জন্য অব্যাহত ভাবে পরিশ্রম করেছেন। কওমী মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতির ব্যাপারে তার অবদান স্মরনীয় হয়ে থাকবে।

আলেম বান্ধব এই ধর্মপ্রাণ মানুষটির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য ওলামায়ে কেরামের প্রতি মিছবাহুর রহমান চৌধুরী আহবান জানিয়েছে বলেন, অপপ্রচারের কারণে কোন হকপন্থি আলেম কোন কষ্ট পেয়ে থাকলে ধর্মপ্রতিমন্ত্রি তাদের প্রতি সহানুভূতি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

ঢাকা নগর সভাপতি মােশাররফ হােসেন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব আল্লামা মনিরুজ্জামান রাব্বানী, বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা নুরুজ্জামান নুমানী, ঢাকা মহানগর এর সহ-সভাপতি মাওলানা বুরহান উদ্দিন আজিজি, সাধারণ সম্পাদক মাওলানা সালামাত উল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা তাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে পর এক বিরাট বিক্ষোভ মিছিল বাহির হয়।

https://www.facebook.com/misbahurrahmanchowdhury/videos/703411130145162/

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ