সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

আমাদের অনেক গবেষক দরকার: শিক্ষা উপমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উচ্চশিক্ষার প্রচলিত মডেল শিক্ষার্থীদের কেবল চাকরি নির্ভর হয়ে গড়ে উঠতে প্রভাবিত করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, আমাদের পোস্টগ্র্যাজুয়েটের দরকার নেই, অনেক গবেষক দরকার।

গতকাল শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হোটেলে ১৮তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম-২০১৯ (এইউপিএফ-২০১৯) এর অতিথিদের সম্মানে আয়োজিত বিশেষ নৈশভোজে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সহযোগিতায় তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী বলেন, আমাদের পোস্টগ্র্যাজুয়েটের প্রয়োজন নেই, আমাদের গবেষক দরকার। প্রযুক্তির যুদ্ধের পাশাপাশি যে ইকোসিস্টেম গড়ে উঠছে, তা নিয়ে কাজ করতে আমাদের আরও বেশি গবেষক প্রয়োজন। আমরা আমাদের শিক্ষার্থীদের সহায়তা দিতে চাই এবং প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে আসতে চাই।

তিনি আরও, আমরা চতুর্থ শিল্প বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তির প্রসার, স্টার্টআপ শিল্প নিয়ে কথা বলছি। আমরা যারা শিক্ষা দিচ্ছি, তারা কী উচ্চ শিক্ষার সেই প্রচলিত মডেল নিয়েই থাকবো? যেখানে আমরা শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি কেবল বাজারে যেটার চাহিদা বেশি তার দিকেই ঝুঁকতে। আমরা কি উচ্চশিক্ষাকে প্রচলিত ব্যবসা হিসেবেই পরিচালনা করবো? এভাবে চলতে থাকলে এক সময় টিকে থাকা মুশকিল হয়ে যাবে। বিশ্ব যেসব পরিবর্তন আসছে, তার প্রেক্ষিতে পুরো উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের পুনরায় ভাবতে হবে।

উপমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কোনো না কোনোভাবে একরকমের ব্যবসা হিসেবে গণ্য করা হয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো স্ট্যাটাস, র‍্যাংকিং, সমঝোতা স্মারক, ভালো সার্টিফিকেট বিক্রির দিক দিয়ে বেশ ভালো করছে। তবে এটা কি টেকসই হচ্ছে অথবা আমরা কি যাদের লাভবান করার কথা তাদের সঙ্গে ন্যায়বিচার করছি? আমার মনে হয় আমরা করছি না। আমি বিশ্বাস করি এ জন্য আমাদের শিক্ষাদানের পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। আমি মনে করি আমরা যেই কাঠামোর মধ্যে উচ্চশিক্ষা ব্যবস্থাপনা নিয়ন্ত্রিত হচ্ছে তার পরিবর্তন দরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ