আওয়ার ইসলাম: আলবেনিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একজন জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা গেছেন।
আজ মঙ্গলবার সকালের দিকে রাজধানী শহরের ৩৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্প আঘাত হানে। কয়েক ঘণ্টা পর আরেকটি শহরে ভূমিকম্প হয়। সেখানে অবশ্য ক্ষয়ক্ষতি হয়নি।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রমা টুইটারে লিখেছেন, ‘অনেকে ভুক্তভোগী। সবাইকে সাহায্য করার সর্বাত্মক চেষ্টা করছি।’
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ৬০০ জনের মতো হাসপাতালে ভর্তি আছেন। ভূমিকম্পের পরপরই সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এখনো চলছে উদ্ধারকাজ।
-এটি