আওয়ার ইসলাম: ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, ইয়েমেনি সেনাবাহিনীর একটি নতুন সামরিক অভিযানে নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২০ টিরও বেশি গাইডেড ড্রোন মার্কিন-সৌদি শিবিরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তারা ইয়েমেনের নিরীহ মানুষকে অকতরে হত্যা করছে। আমরা তাদের যথাযত জবাব দিতে প্রস্তুত আছি।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারে আরো বলেন, অভিযানে সৌদি, আমিরাতিস ও সুদানীজসহ ৩৫০ এর বেশি সৈন্য নিহত ও আহত হয়েছে।
এ অভিযানের ফলে শিবিরের অভ্যন্তরের পাঁচটি অস্ত্রের গুদাম, বহু যানবাহন এবং সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। প্যাট্রিয়ট ব্যাটারি ছাড়াও বেশ কয়েকটি রাডারও ধ্বংস হয়েছে।
সেনাবাহিনী ও স্বাধীনতাকামীদের যৈথ অভিযান অব্যহত থাকবে। হোদাইদা এবং পশ্চিম উপকূলে শত্রুদের আগ্রাসন ও যুদ্ধনীতি লঙ্ঘনের জোরালো জবাব দেয়া হবে।
তিনি আরো উল্লেখ করেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে স্টকহোম চুক্তির লঙ্ঘনের সংখ্যা প্রায় য৩০৮৪৪টি হয়েছে, ১৩৩৬ বিমান চলাচল লঙ্ঘণসহ আরো বহু আইন তারা লঙ্ঘণ করেছে। তারা শিশুদের অকাতরে মৃৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে। লক্ষ লক্ষ শিশু আজ মৃত্যুর মুখে যুদ্ধময় এ ইয়েমেনে।
তিনি বলেনম পুরো ইয়েমেনের হোদেইদাহে সবচেয়ে বেশি আক্রমণ ও বিমান হামলা হয়েছে। সম্প্রতি ২২টিরও বেশি বিমান হামলার ঘটনা ঘটেছে, ততে বহু শহীদ ও হতহত হয়।
আলমাসিরাহ অবলম্বনে আবদুল্লাহ তামিম
-এটি