আওয়ার ইসলাম: বাহরাইনের কারাগারে শায়েখ ঈসা আল কাফাসকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে।
ইরানের নিউজ এজেন্সি এবিএনএ জানায়, কারাগারের নির্জন বন্দীশালায় শায়েখ ঈসা আল কাফাসকে নির্মম নির্যাতন করা হচ্ছে।
জানা যায়, বাহরাইনের জাবা কারাগারের অন্ধ কুঠুরিতে অনেকদিন ধরে নির্যাতন করা হচ্ছে তার উপর।
রোববার বাহরাইনের এবতিসাম আল-সেগ এর বরাতে জানা যায়, অনিয়ম করার অভিযোগে চারজন জওয়ানকে নির্জন করাগারে বন্দি করা হয়। তাদের মধ্যে শায়েখ ঈসা আল কাফাসও আছেন।
আল-সেগের মতে, নির্জন অন্ধকার কারাগারে বন্দিরা শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছেন। বাহরাইনের রাজনৈতিক আটক অভিযানের আওতায় শায়েখ ঈসা আল কাফাসও বন্দি হয়েছেন। জানা যায়, তিনি একজন শিয়া আলেম।
লুয়া লুয়া টিভির বরাতে এবিএনএ থেকে আবদুল্লাহ তামিম
-এটি