সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

'কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করার আগ পর্যন্ত আন্দোলন চলবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, “কাদিয়ানীরা খতমে নবুওয়াতকে অস্বীকার করে। সুতরাং, তারা কোনক্রমেই মুসলিম নয়‌, তারা অমুসলিম বা বিধর্মী। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করার আগ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।”

আজ (২৯ নভেম্বর) খতমে নবুওত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সূরা আহজাবের ৪০ নং আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “মোহাম্মদ সা. সকল মুমিনের রুহানি পিতা এবং শেষ নবী। যার মাধ্যমে রেসালাতের পর্ব শেষ হয়েছে। যেহেতু আল্লাহ কুরআনে নিজেই বলে দিয়েছেন মোহাম্মদ সা. আমার পক্ষ থেকে প্রেরিত শেষ নবী, সুতরাং এরপর আমি আর কোন নবী পাঠাবো না।”

“অর্থাৎ, আজ আমি তোমাদের ধর্মের বিধানাবলী পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি এবং ধর্ম হিসেবে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করেছি।”

“এই আয়াতের সাবলীল তরজমা দারা স্পষ্ট একথাই বুঝে আসে- আমাদের জন্য ধর্মের বিধানাবলী এবং ধর্ম পরিপূর্ণ করে দেয়া হয়েছে। সুতরাং ধর্মকে পরিপূর্ণ করে দেওয়ার পর আর কোন নবী পাঠানোর কোন প্রশ্নই আসে না।”

“সুতরাং আমরা বুঝতে পারলাম কাদিয়ানীরা কাফের এতে কোন সন্দেহ নেই। এমন কি কেউ যদি কাদিয়ানীদের মুসলিম মনে করে, তাহলে সেও আর মুসলমানের কাতারে থাকবে না। সে অবিশ্বাসীদের কাতারে পড়বে।” বললেন আল্লামা কাসেমী।

উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনারা একযোগে কাদিয়ানীদের সামাজিকভাবে বয়কট করুন। কাদিয়ানীদের সকল প্রতিষ্ঠানকে ভয় করুন।”

আল্লামা নুর হোসাইন কাসেমী আরও বলেন, “আকিদায় খতমে নবুওয়াত ঈমানের অঙ্গ। ইসলামের যাবতীয় সমস্ত বিধানাবলি মেনে নিলেও মুমিন হতে পারবে না যদি খতমে নবুয়াতে বিশ্বাসী না হয়। সুতরাং আকিদায় খতমে নবুওয়াত রক্ষা করা সর্বস্তরের মানুষের দায়িত্ব ও কর্তব্য। এটা শুধুমাত্র আলেম-ওলামাদের দায়িত্ব নয়।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ