সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

মেননের ওয়ার্কার্স পার্টি ভেঙে মার্কসবাদী নামে নতুন দলের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদর্শগত বিরোধের জেরে ভেঙ্গে গেল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ২৯-৩০ নভেম্বর দুদিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলন শেষে যশোরের মাটিতে ঘোষিত হলো নতুন বামদলের নাম। পার্টির নামকরণ করা হয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)।

১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন নুরুল হাসান এবং সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ। নয়া কমিটির উপদেষ্টা করা হয়েছে ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাসকে।

এছাড়া বিকল্প সদস্য ১১ এবং কেন্দ্রীয় সংগঠক করা হয়েছে ৬ জনকে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে কাউন্সিল শেষে পার্টির নাম ও কমিটি ঘোষণা করা হয়।

‘মতাদর্শগত বিরোধের’ অভিযোগ তুলে ২৯ নভেম্বর যশোরে কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভেঙে যায় ক্ষমতাসীন দলের জোটসঙ্গী রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

স্থানীয় টাউন হল ময়দানের অস্থায়ী অমল সেন মঞ্চে পার্টির ‘মতাদর্শ রক্ষা সমন্বয় কমিটি’র সম্মেলন উদ্বোধন করেন ব্রিটিশ-ভারতের সর্বভারতীয় কৃষাণ সভার স্বেচ্ছাসেবক নারায়ণ চন্দ্র বসু।

নতুন পার্টির সভাপতি নুরুল হাসান বলেন, বাম গণতান্ত্রিক ফ্রন্টকে সাথে নিয়ে আমরা কমিউনিস্ট ঐক্য গড়ে তুলতে চাই। আর সেকারণেই আজকের এই সম্মেলন। এটি অমল সেনের ওয়ার্কার্স পার্টি, মেনন-বাদশার না। তারা মার্কসবাদকে পরিত্যাগ করেছে; আমরা মার্কসবাদকে গ্রহণ করেছি।

নতুন কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ বলেন, ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেসে নীতিহীন, পঙ্কিলতা, রাজনৈতিক-অর্থনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের বিপ্লবীরা এসেছেন। তারা সাহসের সঙ্গে তাদের নীতিহীন আদর্শ পরিত্যাগ করেছেন। দেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। ফলে এই সম্মেলন সফল হয়েছে।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ