মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ইরানে বিক্ষোভে গুলি, নিহত ২০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে বিক্ষোভ ও সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ২০৮ জন নিহত হয়েছে। তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলেও পরে তা সহিংসতায় রূপ নেয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত সোমবার (২ ডিসেম্বর) মানবাধিকার সংগঠনটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

কিন্তু অ্যামনেস্টির তথ্য প্রত্যাখ্যান করেছে ইরান। তবে দেশটির তরফ থেকেও হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা হয়নি। অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়, তারা বেশ কিছু ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে যে, নিরাপত্তাবাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে।

হতাহতদের পরিবারকে মিডিয়ার কাছে কোনো তথ্য না জানানোরও হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি নিহতদের শেষকৃত্যেরও অনুমতি দেয়া হয়নি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ