আওয়ার ইসলাম: আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি জাপানি বেসামরিক সংস্থার (এনজিও) গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ছয় জন নিহত হয়েছে।
আজ বুধবারের এ হামলায় এনজিওটির প্রধান ড. টেটসু নাকামুরাও নিহত হয়েছেন বলে ঘটনাস্থল নানগারহার প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন।
হামলার পর বন্দুকধারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন নানগারহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আফগান তালেবান এ বন্দুক হামলার সঙ্গে জড়িত ছিল না বলে জানিয়েছেন তালিবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ।
পিস জাপান মেডিকেল সার্ভিসেসের প্রধান ড. নাকামুরা আফগানিস্তানের কৃষি ও সেচ প্রকল্প পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন বলে কাদেরি জানিয়েছেন। অক্টোবরে নাকামুরা আফগানিস্তানের সম্মানসূচক নাগরিকত্বও পেয়েছিলেন।
-এটি