আওয়ার ইসলাম: সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য চল্লিশতম জিসিসি সম্মেলনে উপস্থিতির জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে দাওয়াত নামা পাঠিয়েছেন৷ কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রাহমান আল থানি বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি বলেন, সৌদি কর্তৃক অবরোধ চলাকালীন বাদশা সালমান বিন আব্দুল আজিজ স্বাক্ষরিত একটি চিঠি আমাদের হস্তগত হয়ছে৷ কিন্তু দোহা থেকে এটি অনুমোদিত হবে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷
২০১৭ সালের জুনে উগ্রবাদে সহায়তার অভিযোগ তুলে সৌদি আরব কাতার অবরোধ করে৷ অবশ্য কাতার তা অস্বীকার করে৷
ইতোমধ্যে কাতারে অনুষ্ঠিতব্য এক আঞ্চলিক ফুটবল টোর্নামেন্টে অবরোধ করা তিন রাষ্ট্র অংশ গ্রহণ করবে বলে নিশ্চিত করেছে৷ আগামী বৃহস্পতিবারে সৌদি আরব এই টোর্নামেন্টের সেমি ফাইনালে অংশ গ্রহণ করবে৷
উপসাগরীয় সহযোগিতামূলক পরিষদের (Gulf Cooperation Council সংক্ষেপে জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত৷
গেল বছর রিয়াদে অনুষ্ঠিত জিসিসি সম্মেলনে কাতারের প্রতিনিধিত্ব করেছিলেন দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি৷
আল-জাজিরা থেকে ওমর আলফারুকের অনুবাদ
-এটি