আওয়ার ইসলাম: গুরুত্বপূর্ণ বিষয়ে সৌদি আরবের শাসক বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ফোন করেছেন এরদোগান।
আল উম্মাহ নিউজ জানায়, গতকাল মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়িব এরদোগান ফোনে কথা বলেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সৌদি কর্মকর্তারা।
সিরিয়ায় তুরস্কের সামরিক হস্তক্ষেপ তার সার্বভৌমত্বের জন্য লঙ্ঘন এবং ইরান বাহিনীকে সিরিয়া থেকে বের করে আনা উচিত, এ বিষয়গুলো নিয়ে ফোনে আলাপ করেন তারা।
সৌদি আরবের সরকারী নিউজ এজেন্সি এসপিএ এর এক বিবৃতিতে জানা যায়, এরদোগান বাদশাহ সালমানকে ফোনে তার ভাইয়ের মৃত্যকে শোক প্রকাশ করেন।
এ ফোন কল তুরস্ক ও সৌদি আরবের সম্পর্ককে আরো শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। তারা ফোনে বেশ কয়েকটি ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সৌদি আরবের প্রসিদ্ধ সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর তুরস্ক কঠোর হয়েছিলো সৌদির বিষয়ে। এরপর সম্পর্ক কিছুটা ম্লান হলেও বিশেষজ্ঞরা মনে করছেন এ ফোনের পর দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে।
সূত্র: আল উম্মাহ নিউজ
-এটি