আওয়ার ইসলাম: সুদানের রাজধানী খার্তুমে একটি সিরামিক কারখানায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় দেড়শ মানুষ আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার, সিরামিক কারখানায় একটি ট্যাঙ্কার থেকে গ্যাস সরানোর সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকার।
প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, বিস্ফোরণটি খুব শক্তিশালী ছিল। বিস্ফোরণে ট্যাংকারটি উড়ে গিয়ে পাশের মালামালের স্তূপের ভেতরে গিয়ে পড়ে। আগুনে কারখানাটি পুরোপুরি পুড়ে গেছে বলে সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে। হতাহতদের মধ্যে বহু দেশের নাগরিক রয়েছে। তাদের মধ্যে এশিয়ার কয়েকটি দেশের নাগরিকও আছে বলে মেডিকেল সূত্রগুলো জানিয়েছে।
আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
-এটি