আওয়ার ইসলাম: ভারতে মধ্যপ্রদেশের রেওয়াতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় রেওয়াতের গুড় বাইপাসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে দেন। পরে পৌঁছায় পুলিশবাহিনীও। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ধারণা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
-এএ