সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন আল্লামা আনোয়ার শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ–এর মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ চিকিৎসা শেষে ব্যাংকক থেকে আজ দেশে ফিরবেন।

আজ শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

সূত্রটি জানিয়েছে, আল্লামা আযহার আলী আনোয়ার শাহর সাথে উনার ছোট ছেলে আনজার শাহ তানিম ও ছোট মেয়ের জামাতা জালালুর রহমান এবং তার ভাই জামিয়া ইমদাদিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ রশিদ এক সঙ্গেই দেশে আসবেন।

এর আগে আল্লামা আযহার আলী আনোয়ার শাহর খাদ্যনালীতে টিউমার দেখা দিলে গত ১০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারের একটি ফ্লাইটে তিনি উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন। সেখানে প্রায় দীর্ঘ দুই মাস যাবৎ চিকিৎসাধীন থেকে আগামীকাল দেশে ফিরছেন।

উল্লেখ্য, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব। পাশাপাশি দীর্ঘদিন সিলেটের হজরত শাহজালাল দর্গা মসজিদের খতিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। দেশের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার চমৎকার তেলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ তৌহিদী জনতা। দেশে-বিদেশে রয়েছে তার ছাত্র ও ভক্ত।

দেশের শ্রদ্ধেয় এই আলেমে যেন নিরাপদে দেশে আসতে পারেন এজন্য দেশবাসীর কাছে জন্য দোয়া চেয়েছেন তার ভক্তবৃন্দরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ