সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ভারতের নতুন সেনাপ্রধান হলেন যিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর সেকেন্ড-ইন কমান্ডের (উপপ্রধানের) দায়িত্বে রয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর অবসর নেবেন বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াত। এর পরই নতুন সেনাপ্রধানের দায়িত্ব নেবেন মনোজ মুকুন্দ।

ভারতীয় গণমাধ্যমগুলো সূত্রের বরাতে জানিয়েছে, অবসরে যাওয়ার পর বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াতকে ভারতের চিফ অব দ্য ডিফেন্স স্টাফ (প্রতিরক্ষাপ্রধান) হিসেবে নিযুক্ত করা হতে পারে।

গত সেপ্টেম্বরে মনোজ মুকুন্দকে সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড করা হয় । এর আগে তিনি ইস্টার্ন কমান্ডের প্রধান ছিলেন। চীনের সঙ্গে ভারতের প্রায় ৪ হাজার কিলোমিটার সীমান্তে প্রতিরক্ষা নজরদারির দায়িত্ব ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের।

ভারত-পাকিস্তান সীমান্তেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভারতের নতুন এই সেনাপ্রধানের। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাষ্ট্রীয় রাইফেলসের দায়িত্বে ছিলেন। এছাড়া শ্রীলঙ্কায় পাঠানো ভারতের শান্তি বাহিনীর সঙ্গেও অনেকদিন কাজ করেছেন তিনি।

সেনাপ্রধানে দায়িত্ব প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নরবণে বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি।’ সেনাপ্রধানের দায়িত্ব মানে সামনে একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, এমন প্রসঙ্গে জিজ্ঞাসা করে হলে তিনি বলেন, ‘এখনই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’

১৯৮০ সালের জুনে ভারতীয় সেনাবাহিনীর শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে (সপ্তম ব্যাটালিয়ন) কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন মনোজ মুকুন্দ নবরণে। প্রায় চার দশকের সামরিক জীবনে দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক পদে দায়িত্ব পালন করা এই জেনারেল পেয়েছেন অসংখ্য পদক।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ