রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

বরগুনায় করোনা সন্দেহে চীনফেরত শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন ফেরত শিক্ষার্থী ইমরানের (২২) শরীরে জ্বর থাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তবে ভয় পাওয়ার কোন কারণ নেই বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী নিজ বাড়ি থেকে তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে আলাদাভাবে রাখা হয়। ইমরান ৯নং এম বালিয়াতলী এলাকার মোখলেছুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করে স্টুডেন্ট ভিসা নিয়ে তিন মাস আগে চীন পড়তে যায় ইমরান। এরপরে চীনে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে ১২ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্য রওনা হয়।

বিমানবন্দর থেকে নামার সময় তার গায়ে জ্বর না থাকলেও আজ বাড়িতে এসে ইমরান জ্বরে আক্রান্ত হয়। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালে আইসোলেশন বিভাগের আলাদা ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে।

বরগুনা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সোহরাব উদ্দীন বলেন, চীন ফেরত ইমরান গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার গায়ে সামান্য জ্বর থাকলেও ভয় পাওয়ার কোন কারণ নেই। করোনাভাইরাসের যে লক্ষণ একজন মানুষের শরীরে থাকে তার মধ্যে সে রকম কোন সম্ভাবনা নেই। তবু যেহেতু চীন থেকে ফিরেছে তাই তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ