সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বৃত্তিপ্রাপ্ত মাদরাসা শিক্ষার্থীদের তালিকা ২৭ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সাড়ে ৩১ হাজার মাদরাসা শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে মাদরাসা শিক্ষা অধিদপ্তর বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীর তালিকা প্রকাশ করবে।

ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ২২ হাজার ৫০০ এবং জুনিয়র দাখিল পরীক্ষার (জেডিসি) ফলের ভিত্তিতে ৯ হাজার শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হবে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৯ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ৭ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১৫ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসে ৩০০ টাকা করে দেওয়া হবে। বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ২২৫ টাকা করে দেবে সরকার। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ১৫ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ২২৫ টাকা হারে বৃত্তি দেয়া হবে। আগামী তিন বছর তারা এ বৃত্তির সুবিধা পাবে।

সেই সঙ্গে ২০১৯ সালের জেডিসির ফলের ভিত্তিতে ৯ হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এদের মধ্যে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৬ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসে ৪৫০ টাকা দেবে সরকার। বার্ষিক হারে তারা ৫৬০ টাকা পাবে।

অন্যদিকে জেডিসিতে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৬ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৩০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা পাবে। আগামী দুই বছর তারা এ বৃত্তির সুবিধাভোগ করবে।

উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করতে মাদরাসা শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃত্তির কোটা নির্ধারণ করা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ এ সংক্রান্ত চিঠি মাদরাসা শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ