রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

করোনা সন্দেহে লালমনিরহাটে আইসোলেশনে ২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে লালমনিরহাটে দুইজনকে আইসোলেশনে রাখা হয়েছে। ওই দুই ব্যক্তি জ্বর-গলা ব্যথা নিয়ে লালমনিরহাট সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।

গতকাল রোববার দুপুরে আইসোলেশনে থাকা ওই দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনকে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ও অপরজনকে রাতে আইসোলেশনে ভর্তি করা হয়।

জানা গেছে, গত ১০ দিন আগে স্বপরিবারে ঢাকা থেকে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের বাড়িতে আসেন ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। তিনি গত পাঁচ দিন ধরে জ্বর ও গলা ব্যথায় ভুগছেন।

অপরদিকে লালমনিরহাট পৌরসভার নর্থবেঙ্গল মোড় জুগীটারী এলাকার ৩০ বছর বয়সী এক ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথার উপসর্গ নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন। তিনি গত ২০ দিন আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বলে জানা গেছে।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ওই দুইজন জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথা নিয়ে লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওই দু’জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক আবু জাফর জানান, দুই পরিবারের লোকজনকেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে একজন যুক্ত হয়েছেন। মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৯ জন। হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ১৫২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ