রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

করোনা আতঙ্কে চিকিৎসা না পেয়েই ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের আতঙ্কে কোনো হাসপাতাল চিকিৎসা দিতে রাজি হয়নি। উপায় না পেয়ে শেষ পর্যন্ত গ্রামের বাড়ি চলে যান। সেখানে বিনা চিকিৎসায় গতকাল সোমবার সকালে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সুমন চাকমা।

বিষয়টি নিশ্চিত করে তার বাবা সুপেন চাকমা বলেন, ২০১৮ সালে সুমনের শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন বড় ডাক্তারের কাছে চিকিৎসা করানো হয়। সম্প্রতি সুস্থ হওয়ায় চলতি বছর থেকে ফের ক্লাসও শুরু করে সে।

তিনি জানান, তৃতীয় বর্ষের মিড পরীক্ষা দেয়ার সময় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়ায় ছুটিতে বাড়ি চলে আসে। এখানে আসার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ঢাকার পাঁচ-ছয়টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু করোনার ভয়ে কেউ চিকিৎসা দিতে রাজি হয়নি। ডাক্তার না দেখিয়েই বাড়ি চলে আসতে হয়।

পরবর্তীতে চট্টগ্রামে এক হোমিও চিকিৎসকের কাছ থেকে ২৪ দিনের ওষুধ নেই। এর মধ্যে কয়েকদিনের ওষুধ আনার পর সেগুলো শেষ হয়ে যায়। তখন গাড়ি বন্ধ হয়ে যাওয়ায় আর ওষুধ আনা যাচ্ছিল না। আজ সকালেই বিনা চিকিৎসায় ছেলেটি মারা যায়, যোগ করেন সুপেন চাকমা।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সুমন চাকমার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার আগালাশিং পাড়ার দাতকুপ্যা গ্রামে। ২০১৮ সালের জুন মাসে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। সবার সহযোগিতায় ভারতের বেশ কিছু হাসপাতালেও চিকিৎসা নিতে যান।

পরবর্তীতে ঘাড়ে ও পিঠে প্রচণ্ড ব্যথা শুরু হলে ভারতে যাওয়া বন্ধ হয়ে যায় তার। এরপর থেকে দেশেই চিকিৎসা নিতে চেষ্টা করেন সুমন। হাসপাতাল আর চিকিৎসকদের ফিরিয়ে দেয়ার কষ্ট নিয়ে সর্বশেষ গত ২৬ মার্চ এক ফেসবুক স্ট্যাটাসে সুমন জানান, ‘আমার করোনা হয়নি, অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনার জন্যই আমাকে মারা যেতে হবে।’

মাত্র ১১ দিনের মাথায় বিনা চিকিৎসাতেই মারা গেলেন সুমন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ