রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

তুষারধারায় শরিয়াহ ব্যাংক স্থাপন সময়ের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম খান।

বর্তমান বিশ্বে সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা ব্যাপক প্রসার লাভ করেছে। সনাতন পদ্ধতির বিপরীতে ইসলামি শরিয়ত মতে চালিত পদ্ধতি ব্যবহার করে সফল হতে আধুনিক পদ্ধতিতে কাজ শুরু করে ব্যাংক তাদের মুনাফা অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে। ইসলামি পদ্ধতিতে ব্যাংক চালনায় ব্যর্থতার কোনো নজির নেই।

ঢাকা শহরের কদমতলী থানাধীন দক্ষিণ মাতুয়াইলের তুষারধারা (জিরো পয়েন্ট) ‘তুষারধারা আ/এ’ একটি সম্ভ্রান্ত ও জনবহুল ইসলাম ধর্মপ্রাণ এলাকা। এ অঞ্চলে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং সনাতন ব্যাংক প্রতিষ্ঠিত হলেও ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক এখানে এখনো প্রতিষ্ঠা লাভ করেনি।

এখানে ইসলাম ধর্মে বিশ্বাসী জনগোষ্ঠীর সংখ্যাধিক্য হওয়ার কারণে এখানে বহু কওমি ও আলিয়া মাদ্রাসা, মক্তব প্রতিষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ জনগোষ্ঠীর সেবার স্বার্থে ইসলামি প্রতিষ্ঠানগুলো সুদবিহীন ব্যাংকিং সেবা পেতে আগ্রহী হলেও তা সম্ভব হচ্ছে না।

শরিয়াহভিত্তিক ব্যাংক অত্র এলাকায় প্রতিষ্ঠা পেলে জনগণের সেবা প্রদানসহ ব্যাংকগুলো জাতীয় রাজস্বেও যথেষ্ট অবদান রাখতে সক্ষম হবেন। যা বর্তমান সময়ের একমাত্র দাবি।

সুদবিহীন ব্যাংকিং কার্যক্রমে অবদান রাখতে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের শাখা অত্র অঞ্চলে প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত ও জাতীয় রাজস্বে যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম হবেন বিধায় তুষারধারা আবাসিক এলাকায় শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর শাখা অনতিবিলম্বে স্থাপন করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: [আইনজীবী, হাইকোর্ট ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং নোটারি পাবলিক, (সমগ্র বাংলাদেশ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।]

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ