রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

যশোরে নকল স্যানিটাইজার কারখানা সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরে নকল স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও লেভেল উদ্ধার করার ঘটনায় তিষা ট্রেডিং কোং নামে একটি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মালিক মোহাম্মদ আলী জিন্নাহকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর শহরের লোহাপট্টিতে এ ঘটনা ঘটে।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর তুষার কুমার মন্ডল বলেন, আমাদের কাছে খবর ছিল- শহরের লোহাপট্টিতে তিষা ট্রেডিং কোং নামে একটি প্রতিষ্ঠানে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা বাজারজাত করা হচ্ছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের নেতৃত্বে সেখানে আদালত পরিচালনা করা হয়। আদালত সেখান থেকে ৭০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করে তা ধ্বংস, প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার জরিমানা এবং সেটি সিলগালা করে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, ওই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন নেই, ট্রেড মার্ক এমন কী ট্রেড লাইসেন্স পর্যন্ত নাই। যা স্বাস্থ্য ও নাগরিক জীবনের জন্যে মারাত্মক ক্ষতিকর। আদালত প্রতিষ্ঠানটির মালিক মুহা. আলী জিন্নাহকে ২০০৯ সালের জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। প্রতিষ্ঠানটি সিলগালা এবং নকল মালামাল উদ্ধার করে তা ধবংসের নির্দেশ দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ