রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

বালাগঞ্জে কর্মস্থলে নেই ৫ সরকারি কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক
সিলেট (বালাগঞ্জ) প্রতিনিধি>

সিলেটের বালাগঞ্জে সরকারের নির্দেশনা অমান্য করে ৫ সরকারি কর্মকর্তা কর্মস্থলে নেই। ফলে বালাগঞ্জে করোনা রোধে বিভিন্ন কার্যক্রমসহ অন্যান্য সরকারি কর্মসূচি বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকীব ভূইয়া, নির্বাচন কর্মকর্তা সোহরাব আহমেদ, পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা মুহা. নুরুজ্জামান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বালাগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহা. মোশাহিদ আলী তাদের কর্মস্থলে নেই। এছাড়া উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপক ফরহাদ মনসুরের বাবার জরুরী অপারেশন থাকায় তিনি ছুটিতে রয়েছেন।

এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, যারা সিলেট শহরে বসবাস করেন তাদেরকে যে কোনো প্রয়োজনে ফোন দিলে তারা বালাগঞ্জ আসেন। একজন কর্মকর্তা করোনা প্রাদুর্ভাবের আগেই বাড়িতে চলে যান। এখন পরিবহন বন্ধ থাকায় তিনি আসতে পারছেন না। তবে তিনি আমার সাথে ফোনে যোগাযোগ করছেন।

এদিকে বিভাগীয় কমিশনারের কাছে মাঠ পর্যায়ের কর্মস্থলে অনুপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তালিকা চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভাগীয় কমিশনাররা তালিকা পাঠাতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন। সরকারি নির্দেশনা উপেক্ষা করে যারা কর্মস্থল ত্যাগ করেছেন তাদেরই নাম তালিকাভুক্ত হচ্ছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপ-সচিব মুহা. এনামুল হক স্বাক্ষরিত একটি নির্দেশনা পত্রে বলা হয়েছিল, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাব জনিত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষে সরকার ঘোষিত ছুটি কালীন সময়ে সকল মন্ত্রণালয়/বিভাগ এবং এর আওতাধীন সকল দপ্তর/সংস্থার কর্মকর্তা/কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ