রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ফরিদপুরে সন্ধ্যার পর বের হওয়ায় আটক ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুর শহরে সন্ধ্যা ৬টার পর বের হওয়ায় ৭জনকে আটক করছে কোতয়ালী থানা পুলিশ। শনিবার শহরের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তির পর পরই জেলার বিভিন্ন জায়গায় টহল জোরদার করেছে ফরিদপুর জেলা পুলিশ। বাড়ানো হয়েছে পুলিশের নজরদারী। বিনা প্রয়োজনে আসা যাওয়া নিয়ন্ত্রনে জেলার প্রতিটি মহাসড়কের মুখে ১৭টি চেকপোষ্ট বসানো হয়েছে। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখতে শহরে ৩০টি চেকপোষ্ট বসানো হয়েছে।

জানা যায়, শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলা পুলিশ শহরের বিভিন্ন জায়গা টহল দিতে থাকে। এ সময় পুলিশ সদস্যরা বাহিরে বের হওয়া পথচারিদের ঘরে ফেতর পাঠায় ও মাইকিং করে বাসা থেকে বিনা প্রয়োজনে বের না হওয়ার আহ্বান জানায়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের পুলিশের ৩০টি টিম সক্রিয় ভাবে সড়ক গুলোতে অবস্থান নিয়েছে। কোন ভাবেই একাধিক মানুষ অযাচিত চলাফেরা করতে না পারে সে বিষয়ে কাজ করছি আমরা। শনিবার সরকারের নির্দেশিত আইন লংঘন করে বের হওয়ায় ৭জনকে আটক করা হয়েছে। এখন থেকে সন্ধ্যা পর কেউ বের হলে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।

তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপারের মহোদয়ের নির্দেশে দিনের সাথে সমান তালে রাতেও আমরা ডিউটি পালন করে চলছি। যাতে কোন ভাবে এই মহামারি প্রাদুর্ভাব বিস্তার না করতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ