রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

যশোরে ৯৮ জনের করোনা পরীক্ষা, আক্রান্ত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে>

গত ২৪ ঘণ্টায় যশোর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে করোনা সন্দেহে ১৯ জনের রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে গত ১৪ দিনে করোনা সন্দেহে ৯৮ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ সময়ের মধ্যে ল্যাব থেকে ৩২টি নমুনার প্রতিবেদন হাতে পেয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিবেদন অনুযায়ী জেলায় একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি ৩১ জনের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে এখনও ৬৬ জনের নমুনার প্রতিবেদন আসতে বাকি আছে বলে জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন।

এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৫ জনকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে গত ৩২দিনে জেলায় মোট দুই হাজার ৯১১ জনকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। তবে কোয়ারেন্টাইনের কেউ আক্রান্ত না হওয়ার ইতোমধ্যে দুই হাজার ৩৭০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ ব্যাপারে সিভিল সিভিল সার্জন ডা. আবু শাহীন জানান, গত মাসের ১০ মার্চ থেকে জেলা স্বাস্থ্য বিভাগ পরিসংখ্যান সংগ্রহ করা শুরু হরে। কিন্তু প্রথম দিকে জেলায় সন্দেহ ভাজনদের রক্তের নমুনা সংগ্রহ করার কোন ব্যবস্থা ছিলো না। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ১ এপ্রিল থেকে জেলায় করোনা সন্দেহভাজন হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাদের শরীর থেকে রক্ত সংগ্রহ হরে ঢাকা আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে চলতি মাসের সাত তারিখ থেকে খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা শুরু হলে ৯ এপ্রিল থেকে সেখানে রক্তের নমুনা পাঠানো হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ