রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

করোনা: সম্মানী পেলেন লামার ২৬০ ইমাম,খতিব ও মুয়াজ্জিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
বান্দরবান (লামা) থেকে>

করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) এর নির্দেশে লামা উপজেলার খতিব ও ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা প্রদান করেন বান্দরবান জেলা পরিষদের।

আজ বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে জেলা পরিষদের গেষ্ট হাউজে লামার ২৬০ জন খতিব ও ইমাম মুয়াজ্জিনকে এ সম্মানী প্রদান করা হয়।

লামা বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুহা. ইবরাহীম বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে যেভাবে আমাদের মন্ত্রী আমাদের সম্মানিত করেছেন এমনি ভাবে সকল এমপি, মন্ত্রীরা যাতে দেশের সকল আলেম ওলামাদের সম্মানিত করতে পারেন এজন্য আল্লাহর নিকট দোয়া করি।

জানা যায়, বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সাত লাখ ২২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে লামা উপজেলার জন্য দুই লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

সদর উপজেলার ১৩০ জন, রোয়াংছড়িতে ১১ জন, রুমা ৬ জন, থানচি ৩ জন, আলীকদম ২৬জন, লামায় ২৬০জন এবং নাইক্ষ্যংছড়িতে ২৫০ ইমাম ও মুয়াজ্জিনকে এই সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. মোস্তফা জামাল, পৌর মেয়র মুহা. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান জনাব বাথোয়ইচিং মার্মা, জেলা পরিষদের সদস্য মিসেস ফাতেমা পারুল, ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুহা. রফিক, সেক্রেটারী তাজুল ইসলামসহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ