রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

চাঁদপুরে চিকিৎসকসহ ৯ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এক চিকিৎসক এবং তিন স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের দেহে নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে গত শনিবার মৃত একজনও রয়েছেন।

আজ বুধবার (১৫ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ সময় সংবাদকে এমন তথ্য জানান।

তিনি জানান, বুধবারই ৫ জনের রিপোর্টে পজিটিভ এসেছে। এরমধ্যে সদর উপজেলায় একই পরিবারের দুজন স্বাস্থ্যকর্মী এবং তাদের শিশু সন্তান রয়েছে। এছাড়া জেলার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ল্যাব টেকনিশিয়ানও আছেন। এই চারজনকে পারিবারিকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, রোগীদের সেবা দিতে গিয়ে তারা আক্রান্ত হন।

এদিকে, নারায়ণগঞ্জ থেকে আসা গত শনিবার সদর উপজেলার কামরাঙ্গা গ্রামের শ্বশুরবাড়িতে মারা যাওয়া মো. ফয়সাল নামে একজনের নমুনায় পজিটিভ রিপোর্ট এসেছে। ফলে চাঁদপুরে সব মিলিয়ে ৯ জনের দেহে করোনা পজিটিভ রিপোর্ট দিয়েছে আইইডিসিআর। এর আগে চাঁদপুরের মতলব উত্তরে একজন চিকিৎসকসহ ৪ জন করোনায় আক্রান্ত হওয়ায় তাদের ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে, গত মঙ্গলবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩০ বছর বয়সী যুবক করোনার উপসর্গ নিয়ে মারা যান। তার নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তবে তার রিপোর্ট বুধবার বিকেল পর্যন্ত চাঁদপুরে আসেনি। চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামে তার বাড়ি। তবে পাশের বালিয়া ইউনিয়নের রানীরবাজারে শ্বশুরবাড়িতে অসুস্থ ছিলেন তিনি। তার আগে সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানী থেকে গ্রামে ফেরেন ফার্নিচার মিস্ত্রি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ