রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

পুলিশকে হেনস্থার অভিযোগে ১০ জনকে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় সন্ধ্যার পর বাইরে আড্ডা না দিয়ে ঘরে ফেরার আহ্বান জানাতে গিয়ে হেনস্থা হওয়ার ঘটনায় ১০ জনকে আটক করে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জেলা শহরের বাদুড়তলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- জাকির হোসেন (৪০), আরাফাত হোসেন রনি (৩২), আব্দুল কাইয়ুম (৫০), ফরিদ হোসেন (৩০), শিপন শেখ (৩০), রাজু আহম্মেদ (৩০), জামাল ফয়সাল উজ্জল (৪০), অভিজিৎ রায় লিটন (৩৫), ওমর ফারুক (১৮) ও আবু হুরায়রা।

জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের বাদুড়তলা তিব্বতের মোড়ে ২০-২৫ জন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় সদর থানা পুলিশের একটি টহল দল সেখানে গিয়ে বাইরে থাকা লোকজনকে ঘরে ফিরে যাওয়ার জন্য হ্যান্ড মাইকে আহ্বান জানান। কিন্তু তারা পুলিশের ঘোষণায় কর্ণপাত না করে অবস্থান করতে থাকে।

পুলিশ গাড়ি থেকে নেমে আড্ডা দেয়া লোকজনের কাছে বাইরে অবস্থানের কারণ জানতে চায়। এতে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং হেনস্থা করে। পরে পুলিশের টহল টিম থানায় ফিরে আসে। কিছুক্ষণ পর অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছালে আড্ডারত লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ১০ জনকে আটক করে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ