রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

বালাগঞ্জে করোনা সন্দেহে ৫ জনের নমুনা সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে করোনা ভাইরাস (কোভিড-১৯) সন্দেহে ৫ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হিংড়াকান্দি গ্রামে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন।

নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম শাহরিয়ার।

সন্দেহভাজন এই ৫ জনের মধ্যে ২ জন ঢাকা থেকে এবং ৩ জন কুমিল্লা থেকে বালাগঞ্জ এসেছেন। তারা সবাই জীবিকার তাগিদেই ঢাকা ও কুমিল্লা গিয়েছিলেন।

তবে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, তারা ৫ জনই কুমিল্লা থেকে এসেছেন এবং তারা এখানকার স্থানীয়। সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছেন এবং হোম কোয়ারান্টাইন মেনে চলছে কি না তা তদারকি করছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম বলেন, ওই ৫ জন লোক অন্য এলাকা থেকে এখানে আসার খবর জানতে পেরে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ইউএনও মহোদয়কে বিষয়টি অবহিত করেন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, আমি বিষয়টি জানার পর তাদের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বললে মেডিকেল টিম সেখানে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেন।

এই ৫ ব্যক্তি বর্তমানে তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ