রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

মৌলভীবাজারে করোনায় মৃতদের কাফন-দাফনে টিম প্রস্তুত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
স্পেশাল করেসপন্ডেন্ট>

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে তার জানাজা ও দাফন ইসলামী নিয়মে সম্পন্ন করতে মৌলভীবাজারে তরুণ আলেমদের গঠিত একটি টিম প্রস্তুত রয়েছে।

মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন বাস্তবায়নের মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সিনিয়র সহ-সভাপতি তরুণ আলেম মাওলানা এহসানুল হক জাকারিয়ার তত্ত্বাবধানে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন নাম কার্যতৎপরা রয়েছে।

আজ মঙ্গলবার বার (২১ এপ্রিল) দুপুরে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে, মৌলভীবাজার শহরে মসজিদের সামনে, মন্দিরে, থানায়, হসপিটালে, সিভিল সার্জন অফিস, করোনা রুগীর আইসোলেশন, ফায়ার সার্ভিস সেন্টারসহ বিভিন্ন স্থানে জীবাণুনাষক স্পে করা হয়।

এসময় ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার টিম প্রধান এহসানুল হক জাকারিয়া আওয়ার ইসলামকে জানান-করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার নিকটাত্মীয়দেরও পাশে না পাওয়ার ঘটনা ঘটছে।এ পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছি আমাদের তরুণ আলেমদের টিমকে খবর দিলে আমরা সে লাশ দাফনের ব্যবস্থা করবো। ধর্মীয় বিধান অনুসারে জানাজা সম্পন্ন করে দাফন করতে আমরা প্রস্তুত। নিজেরাই লাশ বহন করব।

আরোও বলেন, প্রয়োজনীয় উপকরণসহ নিরাপত্তার ব্যবস্থাও নিয়েছি আমরা। মহিলাদের লাশ ধোয়ার মহিলাদেরও একটি টিম রয়েছে বলে জানান টিম প্রধান এহসান জাকারিয়া।

ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার এ টিমে মৌলভীবাজার জেলার তরুণ আলেমসহ মোট ২০জন তরুণ রয়েছেন। এ টিমের সদস্যরা হলেন মাওলানা এহসান জাকারিয়া (টিম প্রধান), অ্যাডভোকেট ফজলে এলাহি সেলিম, শায়খুল ইসলাম সৌরভ, মাওলানা মু’তাসিম বিল্লাহ জালালী, মাওলানা নইমাদ উদ্দিন, সাব্বির আহমদ, শাহিন আহমেদ, মাওলানা আব্দুর রহীম নোমানী, মাওলানা মনসুর আহমদ, হিফজুর রহমান, রাশেদ বিন শফিক, মাওলানা আনিসুর রহমান হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা মাসুম আহমদ, হাফেজ মাওলানা মোবাশ্বীর আলী, হাফেজ হেলালুর রহমান, আব্দুস সামাদ, মাওলানা মঈনুল ইসলাম।

করোনা আক্রান্ত কোনো রোগী মারা গেলে তাদের জানাজা-দাফনের প্রয়োজন হলে ০১৭২৮১৯০০৯৯ নম্বরে যে কোন মুহূর্তে খবর পেলেই তারা ছুটে যেতে সদা প্রস্তুত রয়েছেন। জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ