রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

করোনায় মৃতদের দাফন-কাফনে মাওলানা দিলওয়ার হোসাইনের স্বেচ্ছাসেবক টিম গঠনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন-কাফনে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইনের (সিলেট -৩ আসন) দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় ৩০ জন স্বেচ্ছাসেবী টিমের তালিকা চেয়ে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মাওলানা দিলওয়ার হোসাইন ফেসবুকে নিজের আইডি থেকে সেবামূলক এই কার্যক্রমের জন্য স্বেচ্ছাসেবক হতে আগ্রহী ৩০ জন সেচ্ছাসেবীর জন্য একটা পোস্ট দেন। তার আহ্বানে সাড়া দিয়ে এপর্যন্ত প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী হতে আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করেছেন।

মাওলানা দিলওয়ার হোসাইন বলেন, বিশ্বব্যাপী করোনার এই মহামারী পরিস্থিতিতে দেখা যাচ্ছে, স্বল্পমেয়াদে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা কম। (আল্লাহ না করুন) ভবিষ্যতে আরো প্রকট আকার ধারণ করতে পারে এই মহামারী। সংকটময় মুহূর্তে মানবতার এ দুর্দিনে নিঃস্বার্থভাবে মানবসেবা বিশেষ এই টিমের মাধ্যমে আমরা দৃঢ়তার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, এই টিম নিজস্ব গাড়ি নিয়ে উল্লেখিত উপজেলাসহ প্রয়োজনে অন্যান্য উপজেলাও গিয়ে দাফন-কাফনে অংশগ্রহণ করবে।

তিনি আরও বলেন, আমাদের স্বেচ্ছাসেবক টিম নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তারদের অবগতি সাপেক্ষে করোনা ভাইরাস সংক্রমণে সেবাকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করে পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) এই কাজে অংশ গ্রহণ করবে। প্রয়োজনে স্বেচ্ছাসেবক টিমের সংখ্যা আরো বাড়ানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ