রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

নড়াইলে ইমাম-উলামা কর্মহীনদের মাঝে কিশোর-যুবকদের উদ্যোগে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইল জেলার কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামের তরুণ আলেমেদ্বীন মুফতী তামীমুল ইসলাম ফরিদী ও কিশোর মেধাবীছাত্র মোঃ মহিব্বুল হোসেন মোল্লার নেতৃত্বে গ্রামের কয়েকজন কিশোর ও তরুণদের উদ্যোগে ও মরহুম ঈমান আলী মোল্লার খান্দানের ব্যবস্হাপনায় ইমাম-উলামাসহ শতাধিক অসহায় কর্মহীন, গরীব ও বিধবাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার ও বুধবার (২১ ও ২২ এপ্রিল) সন্ধ্যায় ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করেছেন তারা।

প্রতিটি প্যাকেটে চাউল পাঁচ কেজি, ডাল এক কেজি, আলু দুই কেজি, পেঁয়াজ এক কেজি, রসুন হাফ কেজি, তৈল এক কেজি ও এক প্যাকেট লবণসহ ব্যাগবন্দী করে নড়াইলের কলিয়া উপজেলার মহাজন গুচ্ছ গ্রাম, বড়দিয়া গ্রাম, মঙ্গলপুর গ্রাম, পানিপাড়া গ্রাম, চরপানিপাড়া গ্রাম, পুটিমারি গ্রাম, জয়নগর গ্রাম, চর জয়নগর গ্রাম, ময়নাপাড়া গ্রাম, চর কেকানিয়া গ্রাম ও তালা-কেকানিয়া গ্রামের ইমাম-আলেম সহ শতাধিক অসহায় গরিব ও বিধবাদের মাঝে বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে অর্থ সহায়তা প্রদান করেন জনাব আলহাজ্ব মোমরেজ উদ্দিন মাস্টার (অবসরপ্রাপ্ত), মোশারফ হোসেন মোল্লা, আলহাজ্ব মোল্লা ইশারত হোসেন মাস্টার (অবসরপ্রাপ্ত), আসাদুজ্জামান মোল্লা, আবুল বশার মোল্লা, মোঃ মিটু , মরহুম টিপু মোল্লার পরিবার, এবাদত আলী মোল্লা, রবিউল ইসলাম (রোমান) মোল্লা,এস.আই. মাহমুদুল হাসান (মধু) মোল্লা, মুফতি আরিফুল ইসলাম হানাফী, শাইখ হামীমুল ইসলাম মাদানী, ইঞ্জিনিয়ার হাসান মোল্লা, হাফেজ আব্দুল করিম মোল্লা, মাসুদ রানা মোল্লা,প্রবাসী তারেক আজিজ মোল্লা, ইয়ামিন মোল্লা, সিকান্দার মোল্লা প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন, পানিপাড়া বাইতুন নুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ উমায়ের নড়াইলী,মোহাম্মদ হোসাইন মোল্লা, মোঃ ইয়াসিন বিন আছাদ মোল্লা, মো. সাদেক আলী মোল্লা, মো. সেকেন্দার আলী মোল্লা, আব্দুর রহমান (সাইম)মোল্লা, রামিম মিয়া,তাসিন মিয়া।

হাফেজ রায়হান উদ্দিন তাহমীদ বিন তামিম , হ্যাভেন বিশ্বাস, তালহা বিশ্বাস, মোঃ তাজরিয়ান, তানভীর মোল্লা, তাকবীর (বাবু) মোল্লা, সাআদ বিন হামীম হাম্মাদ বিন হামীম, হাফেজ আব্দুল হাফীজ উসামা আরেফী, তাওহীদ মাহিম খান, রাহুল আলিফ, শাহীন মোল্লা, রওশন মোল্লা (সবুজ), এসকেন্দার আলী, জুবায়ের মোল্লা, ও জুনায়েদ মোল্লা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ