রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
বিএনপি জোটে যাচ্ছে ইসলামী আন্দোলন! যা বললেন জাহেদ-উর রহমান ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ নির্বাচনের আগে পাঞ্জাবি-টুপি পরে ইরি ক্ষেতে নামার ভণ্ডামি মানুষ বুঝে : হাসনাত আবদুল্লাহ  জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বেঠক গাজায় ‘শান্তি পর্ষদে’ দুই নেতাকে পাশে চান ট্রাম্প নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ মালদ্বীপ প্রবাসীদের জন্য সুখবর: আসছে ই-ভিসা ও অ্যাপ আল-আজহারে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হলো পবিত্র ইসরাআ ও মেরাজ নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ ভিডিও গেম বিক্রির টাকা কি হালাল!

সীমান্তে মিয়ানমারের গুলিবর্ষণ, হাই এলার্টে বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের তামব্রু শূন্যরেখার কাছাকাছি এলাকায় ব্যাপক গুলিবর্ষণ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। এতে ওই এলাকায় আশ্রিত রোহিঙ্গারা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনার পর থেকে সর্তক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির ৫০০ গজ ভেতরে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি যৌথভাবে একটি অভিযান চালায়। তখন এমন গোলাগুলির ঘটনা ঘটে।

তিনি বলেন, গুলিবর্ষণ শুরু হলে শূন্যরেখায় আশ্রিত রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে পড়ে। পরে যোগাযোগ করা হলে মিয়ানমারের পক্ষ থেকে এমন কথা বলা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি সীমান্তে সর্বোচ্চ সর্তকাবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি।

জানা গেছে, তুমব্রু সীমান্তের শূন্যরেখায় কোনারপাড়া এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এক হাজারের বেশি পরিবারের ৫ হাজারের মতো রোহিঙ্গা বসবাস করছেন। মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় তারা সেখানে আটকা পড়েন। তাদের বাংলাদেশে ঢুকানোর জন্য বিভিন্ন সময় গুলিবর্ষণ করে আসছিল মিয়ানমার।

সীমান্তের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গতকাল বিকেলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে গুলিবর্ষণের খবর পওয়া গেছে। তবে ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ