শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


কিশোরগঞ্জের তাবলীগের শূরা সদস্য আলী আকবর মলাইয়ের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আল মুবিন: কিশোরগঞ্জের তাবলীগের প্রবীণ মুরব্বি ও শূরা সদস্য হাজী আলী আকবর মলাই ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

জানা যায়, হাজী আলী আকবর মলাই দীর্ঘদিন ধরে বার্ধক্যের কারণে অসুস্থতায় ভুগছিলেন, গত ৪ জুন (বৃহস্পতিবার) অসুস্থতা বেড়ে যাওয়ায় কিশোরগঞ্জের 'খিদমাহ হসপিটালে' ভর্তি করা হয়, অবস্থা আশঙ্কাজনক হলে গতকাল ৭ জুন (রোববার) সেখান থেকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। এর আগে গত ৫ জুন (শুক্রবার) তার করোনা পরিক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

মৃত্যুকালীন তিনি ৩ ছেলে এবং ২ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে মারা যান। তার মৃত্যুতে কিশোরগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমেছে। আলেম-উলামা,ছাত্র সমাজ এবং ব্যবসায়ীবৃন্দ শোকে মুহ্যমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ