শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


মমেকহাতে নতুন ভবনের একাংশ ব্যবহার হবে করোনার চিকিৎসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির নিরলস প্রচেষ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পঞ্চম এবং অষ্টম তলা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নির্ধারণ করা হয়েছে।

আজ (১৩জুন) শনিবার দুপুরে,করোনা চিকিৎসার জন্য সংস্কার কাজের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)

এখন থেকে ময়মনসিংহে করোনায় আক্রান্ত সকল রোগীর চিকিৎসা এখানে করা হবে,৫ম এবং ৮ম তলার ৪০'টি কেবিন ও ১২০ শয্যায় করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে।

এর আগে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী,এবং পুরাতন ভবনে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়,এবং আজ উদ্বোধনের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন,মময়মনসিংহ সিটি মেয়র মো.ইকরামুল হক টিটু ,জেলা প্রশাসক মো.মিজানুর রহমান,ময়মনসিংহ মেডিকেলের এর অধ্যক্ষ প্রফেসর ডা.চিত্ত রঞ্জন দেবনাথ,ময়মনসিংহ মেডিকেলের উপ-পরিচালক ডা.লক্ষীনারায়ন মজুমদার,ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা.আবুল কাশেম,গণপূর্ত ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুজ্জামান,হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাক্তার আলীরেজা সিদ্দিকী,উপ-বিভাগীয় প্রকৌশলী সৌরভ রায়,উপবিভাগীয় প্রকৌশলী ই/এম আনোয়ার হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ