শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


ময়মনসিংহে কোভিড-১৯ এর নমুনা প্রদানকারী-সংগ্রহকারীদের জন্য জরুরী নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ বিভাগের সকল জেলার নমুনা প্রদানকারী এবং সংগ্রহকারীদের জন্য জরুরী কয়েকটি নির্দেশনা প্রদান করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।

গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ সিভিল সার্জন এবি.এম মসিউর রহমানের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এই নির্দেশনাগুলো প্রদান করেন।

নির্দেশনায় বলা হয়, (আজ) ১৯ জুন শুক্রবার থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পুনারায় করোনার নমুনা পরীক্ষা শুরু হবে। এখন থেকে যারা করোনার নমুনা সংগ্রহ করবেন, তারা শুকনো পদ্ধতিতে নমুনা সংগ্রহ করবেন। নমুনা সংগ্রহ করার পর টিউবে কোন স্যালাইন/তরল মেশানো যাবে না।

'যারা অতি জরুরী নমুনা প্রধান করবেন তাদের নমুনা প্রদানকরার আগে হাসপাতাল থেকে দেয়া তথ্য ফরম ভালো ভাবে পূরণ করতে হবে। বিশেষ করে বর্তমান বাসস্থান ও সঠিক মোবাইল নাম্বার। যারা ইতোমধ্যে নমুনা প্রধান করেছেন কিন্তু এখনো রিপোর্ট পাননি,তাদের পাঠানো নমুনাগুলো কলেজের ল্যাবে যত্নসহকারে সংরক্ষিত আছে। দ্রুত পরীক্ষা করে রিপোর্ট দেয়া হবে।'

উল্লেখ্য, কারিগরি ত্রুটির জন্য গত ১৭ জুন থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভগের ল্যাবে নমুনা পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রয়েছে। নতুন নির্দেশনা অনুসারে আজ থেকে ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা শুরু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ