শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


লামায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রাহমান
লামা বান্দরবান প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সে উত্তর দরদরী নয়াপাড়ার বাসিন্দা আশ্রাফ আলীর মেয়ে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ও পরিবারের সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে রুবি আক্তারকে তার মা-বাবা বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বকাঝকা করে। তারা কাজে বাইরে গেলে কিছুক্ষণ পর এসে দেখে মেয়েটি ঘরের বারান্দার ভিমের সাথে গলায় ফাঁস দেয়া। রুবি আক্তারকে ফাঁসিতে ঝুলতে দেখে তার বাবা-মা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন।

গলায় ফাঁস লাগিয়ে রুবি আক্তারের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মােহাম্মদ মিজানুর রহমান বলেন, মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানাে হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ