শুক্রবার, ০৯ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১১ জিলকদ ১৪৪৬


করোনায় কুমিল্লার শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লার শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুজিবুর রহমান রিপন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সফিকুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি (ডা. রিপন) বেশ কিছুদিন কুমিল্লায় চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. রিপন ফরিদপুর মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মরহুম ডা. রিপনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার স্ত্রীও একজন চিকিৎসক। তাদের দুই ছেলে। বড় ছেলে কুমিল্লা জিলা স্কুলে (১২) ৯ম শ্রেনির শিক্ষার্থী এবং ছোট ছেলের বয়স মাত্র সাত বছর।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে তিন হাজার ২৪০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত এবং ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন এক লাখ আট হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন এক হাজার ৪২৫ জন। আক্রান্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। সূত্র: ইউএনবি

192969

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ