বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

ইমামের উদ্যোগে রাজশাহীতে গ্রামীণ অ্যাম্বুল্যান্স উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: রাজশাহীর কাঁটাখালী ও পার্শ্ববর্তী এলাকার জন্য ধানমন্ডি তাকওয়া মসজিদের ইমাম ও প্রকল্প প্রধান শায়েখ আব্দুল হাফিজ মারুফের উদ্যোগে বহুল প্রত্যাশিত গ্রামীণ এ্যাম্বুলেন্সের বিশেষ সেবা 'রাহাত এম্বুলেন্স' উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে গ্রামীণ অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করা হয়। এ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন কাঁটাখালী পৌরসভার মেয়র জনাব আব্বাস আলী।

অনুষ্ঠান আয়োজক ও সেবাটির উদ্যোক্তা শায়েখ আব্দুল হাফিজ মারুফ এ প্রসঙ্গে বলেন, সাধারণত গ্রামের দরিদ্র মানুষগুলো এ‌্যাম্বুল্যান্স সেবা থেকে বঞ্চিত। তারা হসপিটালে যেতে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে অসহনীয় দুর্ভোগের সম্মুখীন হয়। তাই স্বল্প খরচে অক্সিজেন ও অন্যান্য সুবিধাসহ একটি এ্যাম্বুলেন্স সেবার প্রয়োজন দেখা দেয়। এ চিন্তা থেকে অটো বাইককে মডিফাই করে 'রাহাত এ্যাম্বুলেন্স' নামে একটি এ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা করা হয়। তার-ই বাস্তব রূপ এটি।

ঢাকার জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার শিক্ষক মুফতি উমর ফারুক মাসরুরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ তোহা, রাজশাহী রেশম গবেষণা ইনস্টিটিউট জামে মসজিদের ইমাম ও খতিব ড. ইমতিয়াজ আহমাদ, রাজশাহী হাতেমখাঁ বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াকুব আলী, হাতেমখাঁ গোরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, জামিয়া উসমানিয়ার শিক্ষক ও বিশিষ্ট লেখক হোসাইন আহমাদ আজমি, জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়া, কার‌ওয়ান বাজার, ঢাকা-এর মুহাদ্দিস মুফতি মুহাম্মদ ইসমাঈল ও সাভার জামিয়া মাবিয়া ইসলামিয়ার শিক্ষক মুফতি গাজী সিদ্দিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মাসকাঁটা দীঘি হাই স্কুলের শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পিন্টু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ