সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি, জানা যাবে শবে বরাতের তারিখ ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু

সংকট নিরসনে বেফাকের গঠনতন্ত্রই যথেষ্ট: ওলামা সম্মেলনে বক্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

সংকট নিরসনে বেফাকের গঠনতন্ত্রই যথেষ্ট। এ সংকট নিরসনে আমাদের উচিৎ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করা।

আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার এবিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক এর চলমান সংকট উত্তরণে করণীয় শীর্ষক ওলামা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে সাভার ইসলামিয়া মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী বলেন, দারুল উলুম দেওবন্দ যে চেতনা লালন করে এটা তাদের নিজস্ব কোনো চেতনা নয়। বরং উলামায়ে দেওবন্দের চেতনা হলো রাসুল সা. ও সাহাবায়ে কেরামের চেতনা। সুতরাং যখনই কোনো সংকট আসবে তখনই আমরা সাহাবায়ে কেরাম ও রাসুল সা. এর আদর্শের দিকে তাকিয়ে সমাধান করার চেষ্টা করবো।

দারুল উলুম বড় মসজিদ মাদরাসা মুন্সিগঞ্জের মুহতামিম বলেন, বেফাকের সংকট নিরসনে আমাদের এ সমাবেশ, এমন যেনো না হয় যে আমাদের এ সমাবেশের কারণে সংকট আরো বেড়ে যায়। আমরা নিজেদের কারণে নিজেরা ছোট হচ্ছি। উপরের দিকে থুথুু দিলে আমাদের দিকেই পড়বে। বেফাক আমাদের বড় ধরণের শক্তি। তাই সব দিকে যোগ্য তাকওয়াবান একজন ব্যক্তি দরকার। আল্লাহ তায়ালা যেনো এমন কাউকে আমাদের জন্য নিযুক্ত করে দেন। সে দোয়া করতে হবে।

জামিয়া কারিমিয়া আরাবিয়ার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা মাকবুল হোসাইন বলেন, আমাদের প্রাণপ্রিয় মুরব্বি আল্লামা আহমদ শফী রহ. এর ইন্তেকাল আমরা অনেক কিছু হারিয়েছি। এ মুহূর্তে  আমাদের জন্য বড় চেলেঞ্জ হলো বড়দের বানানো গঠনতন্ত্র অনুযায়ী একজন যোগ্য রাহবার তৈরি করা। আমাদের মাথায় আসে না একজন বেফাক কর্মকর্তা হয়ে কিভাবে সে বাইরে সেমিনার সভা সমাবেশে অংশ নেন। তবে এ সংকট নিরসনে আমার মনে হয় গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনই সম্ভব উত্তরণের।

মুফতি মুহিব্বুল্লাহ কাসেমী, বলেন তিন তারিখ বেফাকের আমেলা সম্মেলন, দুইদিন বাকি আছে, আমাদের উচিৎ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করা। আল্লাহ তায়ালা যেনো বেফাকে এমন দুইজন লোক নির্বাচন করে দেন, যারা বেফাককে কোনো ধরণের ঝামেলা ছাড়া এগিয়ে নিয়ে যেতে পারে।

বিশিষ্ট বক্তা জামিয়া তালিমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বলেন, বর্তমান সংকট সমাধানে পথ একটাই। যে আমাদের যারা মুরব্বি আছে তাদের ব্যাপারে কোনো কথা না বলা, কলম না ধরা। আমাদের মুরব্বির কাছে বলবো, গঠনতন্ত্র অনুযায়ী যদি বেফাক দায়িত্বশীল নির্বাচন করেন তাহলে এ সংকট থেকে উত্তরণ সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ