সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মোহাম্মদপুরস্থ কওমী মাদ্রাসা সমূহের ঐক্যবদ্ধ ফোরাম ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মসজিদ চত্বর থেকে বিশাল মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, ফ্রান্স একটি সাম্প্রদায়িক, উগ্র, ধর্মান্ধ হিসেবে বিশ্ব দরবারে নিজেদের উপস্থাপন করেছে। ফ্রান্সে বিরুদ্ধে মানবতাবাদী গোটা পৃথিবীর এক কাতারে সামিল হওয়ার সময় হয়েছে। বিশেষভাবে রাসূল রা. এর সম্মানের উপর আঘাত করে পোনে দুইশ’ কোটি মুসলমানের হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে।

তিনি বলেন, আমি মনে করি ফ্রান্সে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ পোনে দুইশ’ কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। আমরা পোনে দুইশ’ কোটি মুসলামানের কাছে জানতে চাই এমানুয়েল ম্যাক্রঁর ষড়যন্ত্র প্রতিহত করতে তারা প্রস্তুত আছে কিনা।

তিনি এসময় বেশকিছু দাবি জানান। দাবিগুলো হলো- ফ্রান্সের এ ঘৃণ্যকার্যক্রমের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ফ্রান্সের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের অর্থনৈতিক অবরোধ করতে হবে।

বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা মোহাম্মদ তালহা প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে হাজারো শিক্ষক-শিক্ষার্থী, মুসল্লি অংশগ্রহণ করেন। মিছিলটি শহীদ পার্ক মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বেড়িবাঁধ এলাকায় শেষ হয়।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ