মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


দাবি না মানলে কঠোর আন্দোলন: দূতাবাস ঘেরাও কর্মসূচিতে নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হোসাইন: ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করার আহবান জানিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, নবীর সঙ্গে, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে তাদের মৃত্যুদণ্ডের জন্য আমাদের জাতীয় সংসদে আইন পাশ করতে হবে।

আজ সোমবার (২ নভেম্বর) রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি চলছে। নেতৃবৃন্দ এবং সমর্থক জনতা উপস্থিত হয়েছেন। মিছিলে মিছিলে নবি প্রেমিক তাওহিদি জনতা অংশ নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানীর রাজপথ। সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী।

সভাপতির বক্তব্যে আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ফ্রান্স সরকার নবীর সঙ্গে বেয়াদবি করে বিশ্বের ২’শ কোটি মুসলমানের অন্তরে আঘাত করেছে। এর একমাত্র সমাধান বিশ্বের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। সরকারের প্রতি আহবান জানিয়ে আর।রামা কাসেমী বলেন, ফ্রান্সের পণ্য বরজন করুন। সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। দূতাবাস বন্ধ করুন। যদি সরকার আমাদের দাবি না মানে তাইলে আমরা আরো কঠিন আন্দোলনে যাবো ইনশাআল্লাহ।

রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে ঘেরাও পূর্বক বক্তৃতা করেছেন নেতৃবৃন্দ। উপস্থিত আছেন, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক, জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুর রব ইউসুফী, আহমদ আবদুল কাদের, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়ত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা জয়নাল আবেদীন, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ