আওয়ার ইসলাম: ভারতের আসামে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল বলেছেন, কংগ্রেস-এআইইউডিএফ জোট ক্ষমতায় এলেই সমস্ত মাদরাসা খুলে দেয়া হবে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে তার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
তিনি বলেন, একবার ক্যাবিনেট মিটিং ডেকে একেরপর এক মাদরাসা খুলে দেবো, তখন দেখব কে আটকায়?’
বিজেপিশাসিত আসামের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্প্রতি রাজ্যে সমস্ত সরকারি মাদরাসা বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা করেছেন। বন্ধ হতে যাওয়া মাদরাসার সংখ্যা ৬১০ টি বলেও তিনি জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ জানিয়ে মাওলানা বদরউদ্দিন আজমল বলেন, ‘সব ক্ষমতা কী আপনার হাতে রয়েছে? মাদরাসার কোনও মানুষ আপনার ওই কথায় ভয় পায় না। আর বেশিদিন নেই আমরাই ক্ষমতায় ফিরছি। এক লাখ হিমন্তবিশ্ব শর্মার মতো লোক এলেও আমদের এ কাজ করা থেকে রুখতে পারবে না।’ কংগ্রেস-এআইইউডিএফ আঁতাতে বিজেপি নেতৃত্ব কাঁপছে বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, মাওলানা বদরউদ্দিন আজমলের পাল্টা জবাবে হিমন্তবিশ্ব শর্মা বলেন, মাদ্রাসা খোলার স্বপ্ন আজমলের বাদ দেওয়া উচিত। অসমে কোনওভাবেই আজমল সরকার গঠন করতে পারবে না। বিজেপি কর্মীদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এআইইউডিএফ এবং কংগ্রেসকে দিসপুরের মসনদে বসতে দেয়া হবে না।
-এএ