সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

জাতীয় সংসদের আরো ৬ সদস্য করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদের আরো ৬ জন সদস্য (এমপি) প্রাণঘাতী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার প্রাপ্ত রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। অবশ্য এর মধ্যে একজন রয়েছেন, যিনি দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছেন।

আজ রোববার (৮ নভেম্বর) থেকে যখন সংসদের বিশেষ অধিবেশন শুরু হতে যাচ্ছে, তার আগের দিন এই ৬ এমপির করোনা শনাক্ত হলো। অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ের পক্ষ থেকেই এমপি, সাংবাদিক ও অন্যান্য বিশেষ অতিথির করোনা টেস্টের ব্যবস্থা করা হয়।

যাদের করোনা শনাক্ত হয়েছে, তারা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সংরক্ষিত নারী আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন এবং পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নুরুজ্জামান বিশ্বাস।

সংসদ ক্লিনিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া একাধিক এমপিও তাদের কোভিড-১৯ আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত ৬ এমপির মধ্যে আওয়ামী লীগ সমর্থিত শহিদুজ্জামান সরকারের দ্বিতীয়বার ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর আগে গত ১ মে তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। এর পর ১৬ মে রিপোর্ট নেগেটিভ আসে। আর গতকাল শনিবার তার দ্বিতীয়বারের মতো কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসলো।

বিষয়টি ‘সত্যিই হতাশাজনক’ উল্লেখ করে এমপি শহিদুজ্জামান সরকার বলেন, দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আগের মতো আবার আমি সুস্থ হয়ে উঠতে পারি।
আওয়ামী লীগের আরেক এমপি নুরুজ্জামান বিশ্বাস গত ৭ অক্টোবর এমপি হিসেবে শপথ নেন। এর পর তার করোনা শনাক্ত হলো। তিনি প্রথমবারের মতো এবার সংসদে যোগ দিয়েছেন।

এ বিষয়ে তিনি জানান, তার শরীরে কোনো লক্ষণ ছিল না। কিন্তু তার পরও টেস্টে করোনা পজিটিভ এসেছে। সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে বার্তা পাওয়ার পর থেকেই তিনি আইসোলেশনে আছেন বলে জানান।

উল্লেখ্য, আজ রোববার বসছে জাতীয় সংসদের দশম অধিবেশন। সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এ অধিবেশনটি হবে বিশেষ অধিবেশন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অধিবেশনটি বিশেষ অধিবেশন হিসেবে বসছে আজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ