সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

উস্কানিদাতারা সম্প্রতি রক্ষার জন্য হুমকিস্বরুপ: মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নামে কতিপয় উগ্রহিন্দু নবীপ্রেমিক তৌহিদী জনতা, হেফাজতে ইসলাম ও ইসলামী সংগঠনগুলোকে নিয়ে উগ্র, সন্ত্রাসী ও মানহানিকর স্লোগান দিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষার জন্য হুমকিস্বরুপ। অবিলম্বে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য উস্কানিদাতাদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করা হলে ধর্মপ্রাণ জনতা তাদেরকে প্রতিহত করতে বাধ্য হবে।

আজ সোমবার (৯ নভেম্বর) বাদ আসর কামরাঙ্গীরচর মাদরাসায় খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী ও মাওলানা রুহুল আমিন প্রমুখ।

মাওলানা আতাউল্লাহ আরও বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তা কোন ধর্মের বিরুদ্ধে নয়। মুসলমানদের প্রিয় নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন এর প্রতিবাদে। মুসলমানদের এই জাগরণ দেখে কতিপয় নাস্তিক-মুরতাদদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। সরকার তাদের এখনই নিয়ন্ত্রণ না করলে দেশের জনগণের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। তাই অবিলম্বে তাদের চিহ্নিত করে সকল অপতৎপরতা বন্ধ করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ