সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি সাংসদ হারুনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও ফরাসি সরকার কর্তৃক ইসলাম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

রোববার (৮ নভেম্বর) সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

হারুনুর রশীদ বলেন, আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.-কে ভালোবাসি এবং তিনি আমাদের অত্যন্ত প্রিয়। গত ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ছিল এবং সেদিন মহানবীর জন্ম ও ওফাত দিবস। বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান পূর্ণময় ও স্মৃতিময় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। ওইদিন বাংলাদেশেও সরকারি ছুটি।

ফ্রান্স প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফরাসি ম্যাগাজিন 'শার্লি এবদো' আমাদের রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকারের বিষয়টি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার কথা থাকলে তা না করে উল্টো আগুনে ঘি ঢেলে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন।

তিনি বিষয়টিকে এমনভাবে উস্কে দিয়েছেন যে, সারাবিশ্বের মুসলমান ও মুসলিম নেতা থেকে শুরু করে ওআইসি পর্যন্ত সবাই প্রতিবাদ জানিয়েছে, ফরাসি পণ্য বয়কট করেছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন, যোগ করেন এই সংসদ সদস্য।

বিএনপির এই সাংসদ বলেন, নবীকুলের শিরোমনি মুহাম্মদ সা. আমাদের অত্যন্ত আবেগপ্রবণ হওয়ায় ঘটনাটি সবার হৃদয়ে চরমভাবে আঘাত করেছে। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে এ ব্যাপারে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা উচিত। সে জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ