সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ভূ-রাজনৈতিক কারণেই বাংলাদেশকে গুরত্ব দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় বাইডেন প্রশাসন ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরো বাড়িয়ে তুলবে বলে আশা করছি। রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি, যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব ভৌগলিক ও উদীয়মান দেশ হিসেবে আমাদের গ্রহণ করে দ্বিপাক্ষিক সম্পর্কটা আরো বাড়িয়ে তুলবে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও তাদের আরো শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করছি।

মিয়ানমারে গণহত্যা ও জাতিগত নির্মূলের কথা উল্লেখ করে তিনি বলেন, জো বাইডেন তার নির্বাচনী ইশতেহারে মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলোতে জোর দিয়েছেন। তাই তারা রোহিঙ্গা ইস্যুতে আরো সোচ্চার হবে। একই সঙ্গে জলবায়ু, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত বিষয়েও বাইডেন প্রশাসনের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করি সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় হবে।

জো বাইডেনকে পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, হিংস্র উগ্রবাদ, বিদ্বেষ, রোহিঙ্গাদের মতো জোরপূর্বক বাস্তুচ্যুতকরণের মতো ঘটনা কার্যকরভাবে মোকাবেলা এবং কার্যকর ও উন্নত বিশ্ব তৈরিতে আমি আপনার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অপেক্ষায় আছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ