মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


১৫৫ কিলোমিটার গতির টাইফুনের আঘাতে বিদ্ধস্ত ফিলিপাইন, মৃত্যু ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৫৫ কিলোমিটার গতির শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে অন্তত সাতজন মারা গেছে ফিলিপাইনে। বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। রাজধানী ম্যানিলার আশপাশে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

রয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার ভোরের দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার গতি নিয়ে আছড়ে পড়ে ভামকো। বৃহস্পতিবার প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দেশটির সরকারি সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেন।

জানা যায়, গত দুই মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভামকোসহ অন্তত ৮টি টাইফুন আঘাত হেনেছে। এছাড়া এ বছর মোট ২১টি টাইফুনের মুখোমুখি হয়েছে ফিলিপাইন। বছরের বিভিন্ন সময়ে আক্রমণ করা টাইফুনের আঘাতে হাজার হাজার বাড়িঘর ধ্বংস এবং লাখো মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।

দেশটির সরকার ভামকো আঘাত হানার আগে প্রায় ২ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়। উত্তাল সাগরে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগে এটি ফিলিপাইনের মূল ভূখণ্ডে আঘাত হানে। পরে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ