সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, কিংবদন্তি আলেম, শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জ্যোতির্ময় জীবনের দাস্তান; বহুলাকাংখিত বই— ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আল্লামা আজিজুল হক রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১২ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় রাহমানিয়া ছাত্র মিলনায়তনে বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমী, জামিয়া নূরিয়া আশরাফাবাদ, কামরাঙ্গীরচরের মুহতামিম মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, নরসিংদীর জামিয়া কুরআনিয়া মেরাজুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাঈল নূরপুরী, মাখজানুল উলুম খিঁলগাও-এর মুহতামিম মাওলানা নুরুল ইসলাম জিহাদী, জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় রাহমানিয়ার শাইখুল হাদীস মাওলানা বাহাউদ্দীন আহমাদ গাজীপুরী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টাররের মহাপরিচালক মাওলানা মুফতী আরশাদ রাহমানী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল কালাম, প্রিন্সিপাল, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া, ঢাকা। মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী, মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। মাওলানা লিয়াকত আলী, সহ.সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত।

মাওলানা মুফতী আশরাফুজ্জামান, শিক্ষাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা। মাওলানা শরীফ মুহাম্মাদ সম্পাদক, ইসলাম টাইমস ২৪ ডটকম। স্বপ্নচারী লেখক এ অনুবাদক মাওলানা যাইনুল আবেদীন। মাওলানা মুফতী এনায়েতুল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামসহ আরও অনেক উলামায়ে কেরাম ও লেখক সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

স্বাগত বক্তব্য রাখেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক। ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ মোড়ক উন্মোচন করেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ